Monday, May 19, 2025

চতুর্থ শ্রেণির মাসিক পরীক্ষার প্রশ্ন

  

আলবানী ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ

মাসিক পরীক্ষা – ফেব্রুয়ারী ২০২৫ খ্রিষ্টাব্দ

 

শ্রেণিঃ চতুর্থ                                                                    বিষয়ঃ ৫টি 

সময়ঃ 3 ঘন্টা                                                                 পূর্ণমানঃ ১০০

 

ক বিভাগঃ বিজ্ঞান                                                                ২০ নম্বর   

১। শূন্যস্থান পূরণ করঃ                                                                           ০৫

ক) ____ হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে।

খ) জীব তার প্রয়োজনীয় সকল বস্তু ____ থেকে পেয়ে থাকে।

গ) উদ্ভিদের খাদ্য তৈরিতে ____, পানি এবং বায়ু প্রয়োজন ।

ঘ) মানুষ ____ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে।

২। সঠিক উত্তর লিখঃ                                                                             ০৫

ক) জীবের চারপাশের সবকিছুই তার-

খ) গাছপালা কোন ধরনের পরিবেশের উপাদান?

গ) আশ্রয়ের জন্য গাছ বাসা তৈরি করে কোনটি?

ঘ) উদ্ভিদের খাদ্য মূলত কী?

ঙ) খাদ্য তৈরির সময় উদ্ভিদ কী ত্যাগ করে?

৩। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখঃ                                                                  ০৫

ক) প্রাণীর বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ প্রয়োজন কেন?

খ) আশ্রয়স্থল কী?

গ) প্রাকৃতিক পরিবেশে দেখা যায় এমন তিনটি প্রাণীর নাম লেখ।

ঘ) আবাসস্থল কী?

ঙ) কী কী কারনে পরিবেশের পরিবর্তন হয়?

৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।                                                                ০৫

ক) ক্যাক্টাস ও উট কীভাবে মরুভূমিতে টিকে থাকে?

খ) মানুষ কীভাবে পরিবেশের পরিবর্তন করছে?

খ বিভাগঃ ইসলাম শিক্ষা                                                         ২০ নম্বর 

১। বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দাও                                                                ০৫

১। ইমান অর্থ কী ?

ক) সত্য কথা বলা   খ) বিশ্বাস     গ) গচ্ছিত রাখা     ঘ) শৃঙ্খলা

২। আমাদের স্রষ্ট্রা কে?

ক) মাতা    খ) পিতা     গ) আল্লাহ      ঘ) পিতামাতা উভয়ই

৩। আমাদের জীবন-মৃত্যুর মালিক কে?

ক) আল্লাহ     খ) আজরাইল    গ) নবিগণ      ঘ) রাসুলগণ

৪। সালাম শব্দের অর্থ কী?

ক) দয়া     খ) শান্তি    গ) সৃষ্টি      ঘ) ক্ষমা

৫। আসমানি কিতাব কতখানা?

ক) ৪ খানা      খ) ১০০ খানা    গ) ১০৪ খানা     ঘ) ১১০ খানা

২। শূন্যস্থান পূরণ করঃ                                                                           ০৫

ক) যার ইমান আছে তাকে বলে_______-।

খ) আল্লাহু সালামুন অর্থ আল্লাহ ________।

গ) পরস্প্রে দেখা হলে আমরা ________দেই।

ঘ) মুহাম্মদ (স) আল্লাহর ____ ও রাসূল।

ঙ) তাকদির মানে _______।

৩। বাম পাশের সাথে ডানপাশ মেলাওঃ                                                        ০৫

ক) মালিক                               বাক্য

খ) কাদীর                               শান্তি

গ) সালাম                               অধিপতি

ঘ) কালিমা                              সর্বশক্তিমান

৪। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখঃ                                                                  ০৫

ক) আল্লাহ তায়ালার পাঁচটি গুণবাচক নাম লেখ।

খ) চারজন প্রসিদ্ধ ফেরেশতার নাম লেখ।

গ) চারখানা বড় কিতাবের নাম লেখ।

ঘ) আসমানি কিতাব কয়টি?

ঙ) সর্বশেষ নবি কে?

গ বিভাগঃ বাংলা                                                                   ২০ নম্বর

১। শব্দার্থ লেখঃ                                                                                   ০৫

ইলশেগুঁড়ি , মুষলদারে, অসহ্য , পেঁজা তুলো, বিচিত্র

২। শূন্যস্থান পূরণ করিঃ                                                                          ০৫

ক) আমাদের দেশ ___দেশ।

খ) গ্রীষ্মকে বলা হয় ___।

গ) বর্ষায় ফোটে ___ নানা ফুল।

ঘ) হেমন্ত ___ঋতু ।

ঙ) শীতকালে ____ হাওয়া বয়।

৩। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখঃ                                                                  ০৫

ক) পৃথিবীর অন্যান্য দেশে কয়টি ঋতু দেখা যায়?

খ) কোন ঋতুতে নদীতে ঢল নামে?

গ) ইলশেগুঁড়ি কী? বুঝিয়ে লেখ।

ঘ) শীতের আগমন ক্ষন টের পাওয়া যায়?

ঙ) বসন্তে কী ডাকে?

৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।                                                                ০৫

ক) বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে-যায়?

খ) বছরের বারো মাসের নাম লিখি।

কয়টি ও কী কী?

ঘ বিভাগঃ ইংলিশ G                                                            ২০ নম্বর

1) Verb এর Present form বা V-1 দিয়ে কয়টি Tense গঠন করা হয় এবং Tense গুলোর নাম লিখ

২) Verb এর Past form বা V- দিয়ে কয়টি Tense গঠন করা হয় এবং Tense গুলোর নাম লিখ

3) Dr Younus is going to Swizerland’ বাক্যটিকে Verb পরিবর্তন করে Past Indefinite Tense বানাও

৪) English Grammar এর পাঁচটি অংশের ইংরেজি নাম, বাংলা অর্থ ও বিবরন লিখ

ঙ বিভাগঃ প্রাথমিক গণিত                                                        ২০ নম্বর

১। সংখ্যাগুলো অংকে ও কথায় লিখঃ                                                          ০৫

ক) ৪৫ হাজার দিয়ে তৈরি সংখ্যা

খ) ১০০ লক্ষ দিয়ে তৈরি সংখ্যা

গ) ১০০০ হাজার দিয়ে তৈরি সংখ্যা

ঘ) ১২৭ হাজার দিয়ে তৈরি সংখ্যা

ঙ) ১০ লক্ষ , ১০ হাজার , ১০ শত ও ১০ দিয়ে তৈরি সংখ্যা

২।  যোগ করিঃ                                                                                   ০৫

ক) ২৩২+৩৩৪     খ) ১৩২৫+৩৫২২   গ) ১১৬+২২৮

 ঘ) ১৫৩৮+৩৪২১  ঙ) ২৪১৬+১৩৭৫

৩। সমস্যামূলক প্রশ্নঃ                                                                            ০৫

১) তোমার কাছে ১০০টি ১০০ টাকার নোট রয়েছে। তোমার কাছে মোত কত টাকা রয়েছে?

২) যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে ১৬৫ টাকা জমাও তবে এক বছরে তুমি টাকা জমাতে পারবে?

৪। সংক্ষিপ্ত প্রশ্নঃ                                                                                 ০৫

ক) গুণ্য, গুণক ও গুণফলকে প্রতিকের সাহায্যে প্রকাশ কর।

খ) ২৭৬  19 এখানে গুণক কোনটি?

গ) প্রতিটি ৪০ টাকা দরে ১ ডজন খাতার দাম কত?

ঘ) পাছ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৪ গুণ করলে গুণফল কত হবে?

ঙ) গুণকের মান কত হলে গুণফল শূন্য হবে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

নোটঃ ভবিষ্যতের জন্য প্রশ্নটি ফাইলে সংরক্ষণ করি

 

No comments:

Post a Comment

১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়)

 ১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়)  পরীক্ষার তারিখঃ ৩১ মে ২০১৪   প্রশ্ন সংখ্যঃ ১০০ প্রশ্ন ১. শুদ্ধ বানান ‍কোনটি? ক) অপরাহ্ন খ)...