আলবানী ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল এন্ড কলেজ
মাসিক পরীক্ষা – ফেব্রুয়ারী ২০২৫ খ্রিষ্টাব্দ
শ্রেণিঃ পঞ্চম
বিষয়ঃ ৫টি
সময়ঃ 3 ঘন্টা পূর্ণমানঃ ১০০
ক বিভাগঃ বিজ্ঞান- ২০ নম্বর
১। শূন্যস্থান পূরণ কর । ০৫
ক) পাখি, মৌমাছি ইত্যাদি উদ্ভিদের
______ সাহায্য করা।
খ) উদ্ভিদ ______ প্রক্রিয়ায় খাদ্য তৈরি
করে ।
গ) পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর
______।
ঘ) সুর্যের আলো, মাটি, বায়ু ইত্যাদি পরিবেশের
______ উপাদান।
ঙ) প্রাণীর মৃতদেহ পচে _____ পরিণত হয়।
২। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও ০৫
ক) পানিচক্র কী?
খ) পানি দূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ দেই।
গ) অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার
চারটি উপায় লেখ।
ঘ) বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়। কিছুক্ষণ
পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। ওই পানি কোথায় যায়?
ঙ) পানির তিনটি অবস্থা কী কী ?
৩। ডানপাশের সাথে বামপাশ মিলকরণ। ০৫
|
বামপাশ |
ডানপাশ |
|
ক) মানুষ আগুন নেভাতে ব্যবহার করে |
১) অক্সিজেন |
|
খ) ডুবুরি পানির নিচে ব্যবহার করে |
২) নাইট্রোজেন |
|
গ) ইউরিয়া সার তৈরিতে ব্যবহার করা হয়
|
৩) কার্বন ডাইঅক্সাইড |
|
ঘ) বায়ু প্রবাহ ব্যবহার করা হয় |
৪) হাইড্রোজেন |
|
|
৫) পাল তোলা নৌকায় |
|
|
৬) ইঞ্জিন চালিত নৌকায় |
৪। বহুনির্বাচনি প্রশ্নগুলোর উত্তর দাও
। ০৫
১। নিচের কোনটি যান্ত্রিক শক্তির উদাহরণ?
ক) চুলার আগুন খ) জ্বালানি তেল গ) বৈদ্যুতিক ইস্ত্রি ঘ) চলমান গাড়ির শক্তি
২। কয়লা কোন শক্তির উৎস?
ক) শব্দ খ) তাপ
গ) রাসায়নিক ঘ) যান্ত্রিক
৩। একখন্ড লোহার দন্ডকে গরম করলে তাপ কোন
উপায়এ তার মধ্যদিয়ে সঞ্চালিত হবে?
ক) পরিচলন খ) বিকিরণ গ) পরিবহন ঘ) পরিচলন ও বিকিরণ
৪। তরল ও বায়বীয় পদার্থের মধ্যে তাপ সঞ্চালিত
হয় কোন পদ্ধতিতে?
ক) পরিবহন খ) পরিচলন গ) বিকিরণ ঘ) সঞ্চালন
৫। তুমি একটি জ্বলন্ত বৈদ্যুতিক বাল্বের
গায়ে হাত রেখেছ। তোমার কাছে তাপ কী কী উপায়ে আসবে?
ক) পরিবহন ও বিকিরণ খ) পরিচলন ও পরিবহন গ) পরিচলন ও বিকিরণ ঘ) পরিচলন ও প্রতিফলন
খ বিভাগঃ ইসলাম শিক্ষাঃ
২০ নম্বর
i) সঠিক উত্তর লিখঃ 05
ক। আমাদের পালন কর্তা কে?
১) আব্বা-আম্মা ২) আল্লাহ তায়ালা ৩) ডাক্তার ৪) পীরমুর্শিদ
ii) আল আসমাউল হূসনা বলা হয় কাকে ?
১) মানুষের গুনাবলিকে ২) ফেরেস্তার গুণাবলিকে ৩) আল্লাহর গুণবাচক নাম সমূহকে ৪) নবীগণের গুণাবলিকে
iii) খালিক শব্দের অর্থ কী?
১) পালনকর্তা ২) সৃষ্টিকর্তা ৩) রিজিকদাতা ৪) দয়ালু
iv) বাসিরুন শব্দের অর্থ কী?
১) সর্বশ্রোতা ২) সহনশীল ৩) সর্বশক্তিমান ৪) সর্বদ্রষ্টা
v) সামীউন শব্দের অর্থ কী?
১) সব শোনেন ২) সব জানেন ৩) সব দেখেন ৪) অতি সহনশীল
২। শূন্যস্থান পূরণ করি । 05
ক) আনুগত্যের জন্য ______ প্রয়োজন ।
খ) আল্লাহ তায়ালার গুণে _______ গুণান্বিত
করতে হবে।
গ) আল্লাহ তায়ালা আমাদের _______।
ঘ) আমরা একমাত্র আল্লাহ তায়ালার
_______ করব।
ঙ) আমরা কথা দিয়ে কথা _______।
৩। ডান পাশের সঠিক শব্দগুলো দিয়ে বাম পাশের
শব্দগুলোর সাথে মিল কর। 05
|
বাম |
ডান |
|
১. গাফুরুব অর্থ ২. হালিমুন অর্থ ৩. রাসুল অর্থ ৪. জান্নাত হলো ৫. জাহান্নাম অর্থ |
অতি সহলশীল অতি ক্ষমাশীল চিরস্থায়ী সুখের স্থান চিরস্থায়ী কষ্টের স্থান বার্তাবাহক |
৪। নিচের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর
দাও ।
০৫
ক) ইবাদতের তাৎপর্য বর্ণনা কর।
খ) সালাতের গুরুত্ব বর্ণনা কর।
গ বিভাগঃ বাংলা N
২০ নম্বর
১। শব্দের অর্থ লিখঃ ০৫
প্রকৃতি, প্রান্তর, স্বজন , সার্থক , বিজু
২। শূন্যস্থান পুরণ কর। ০৫
ক) প্রকৃতিক অপার ____ সমুদ্রের নিচে রয়েছে।
খ) বাংলাদেশর নামের সঙ্গে জড়িয়ে আছে
_____ বেঙ্গল টাইগার।
গ) বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার
_____।
ঘ) রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের
_____ সম্পদ ।
ঙ) শকুন বাংলাদেশে এখন ______ পাখি ।
৩। সঠিক উত্তর লিখঃ ০৫
ক। বনের সব প্রাণী কার এসে জড়ো হলো?
১) বাঘ ২) শিয়াল
৩) হাতি ৪) সিংহ
খ। কার জন্য বনে আবার শান্তি এলো?
১) সিংহ ২) শিয়াল
৩) ভালুক ৪) বাঘ
গ। হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন
শিয়ালকে দায়িত্ব দেয়া হলো?
১) শিয়াল সাঁতার জানে ২) শিয়াল খুব সাহসী ৩) শিয়াল বুদ্ধিমান ৪) শিয়াল হাতির বন্ধু
ঘ। হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি?
১) হাতির অহংকার ২) হাতির লম্বা শুঁড় ৩) হাতির ভারী শরীর ৪) হাতির বোকামি
ঙ। হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন?
১) হাতির অত্যাচারের জন্য ২) হাতি খুব বড় বলে ৩) হাতির ভয়ে
৪) হাতি সাঁতার জানে বলে
৪। নিচের প্রশ্নের উত্তর দাও। ০৫
ক) কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন?
ঘ বিভাগঃ বাংলা ব্যাকরণ ২০
নম্বর
১। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখঃ
০৫
ক) ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা উল্লেখ করো।
খ) হ্রস্বস্বর ও দীর্ঘস্বর কাকে বলে? উদাহরণ
দাও।
গ) স্পর্শ ধ্বনিগুলোর পাঁচটি বর্ণ উল্লেখ
করো।
ঘ) টিকা লেখোঃ
দাঁড়ি, সেমিকোলন, ড্যাশ, প্রশ্নবোধক, আশ্চর্যবোধক
ঙ) নিচের বাক্যগুলোতে বিরামচিহ্ন বসাওঃ
আমরা অনেক কিছু পেয়েছি একটি দেশ পেয়েছি
একটি পাখি পেয়েছি একটি ফুল পেয়েছি প্রাণ ভরে গাওয়ার জন্যে একটি গান পেয়েছি
২। সঠিক উত্তর লিখঃ
ক। কীসের মাধ্যমে আমরা ধ্বনি উচ্চারণ করি?
১) বাগযন্ত্রের ২) স্বরতন্ত্রীর ৩) স্বরযন্ত্রের ৪) ফুসফুসের
খ। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
১) ধ্বনি ২) বর্ণ ৩) শব্দ ৪) পদ
গ। ধ্বনি প্রধানত কত প্রকার?
১) দুই ২) তিন ৩) চার ৪) পাঁচ
ঘ। দুটি স্বরধ্বনি পাশাপাশি থেকে একত্রে
উচ্চারিত হলে তাকে কী বলে?
১) মৌলিক স্বরধ্বনি ২) যৌগিক স্বরধবনি ৩) ব্যঞ্জনধ্বনি ৪) উষ্মধ্বনি
ঙ। মুখের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গকে একত্রে
কী বলা হয়?
১) বাগবিধি ২) বাগতত্ত্ব ৩) ধবনিতত্ত্ব ৪) বাগযন্ত্র
৩। বিদ্যালয়ে ভর্তির জন্য নিচের ফরমটি পূরণ
করো।
|
ভর্তি ফরম পূরণ আলবানী ইন্টারন্যাশনাল
ইসলামিক স্কুল এন্ড কলেজ তারিখঃ ………. ১. নাম ( বাংলায়ঃ
………………………………………………. ইংরেজিতেঃ …………………………………………………...। ২. মাতার নামঃ ………………………………………………… ৩. পিতার নামঃ ………………………………………………… ৪. যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুকঃ
……………………………………… ৫. পূর্বের শিক্ষাপ্রতিষ্ঠানের নামঃ………………………………………. ৬. এই বিদ্যালয়ে ভর্তির কারণঃ
……………………………………….
______________ শিক্ষার্থীর স্বাক্ষর
|
৪। আবেদন পত্র লিখঃ
মনে কর , তুমি দিনা/ দিহান । তুমি আলবানী
ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল এন্ড কলেজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। মামার বাড়িতে যাওয়ার
জন্য দুই দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের বরাবর আবেদন পত্র লেখো।
বিভাগঃ ইংলিশ নম্বরঃ২০
1.Fill in the blanks with the best
word from the box. Find the information in the text.There are extra words which
you need not use:
|
chattogram |
Sylhet |
miserable |
Good |
|
holiday |
beat |
greet |
Introduces |
a)’Hello’ is used to ___ someone.
b) Sima ___herself to Jessica.
c) Jessica is on ___ in Bangladesh.
d) Sima is going to ___.
e) Jessica wishes sima a ___ journey.
2. Answer the following questions in
a sentence or sentences.
a) Where is Jessica going?
b) Why is Jessica going there?
c) Where is Jessica from?
d) Where is sima from ?
e) Where is sima going?
3. Word Meaning.
Conversation, Say, Parson, Sure, Nice
4. Write ‘True’ for correct statement
or ;False’ for incorrect statement.
a) The Town Hall Language Club is a
place for practicing English.
b) Sima and Tamal Hardly come to the
language club.
c) They come to the language club to
chat with their frinds.
d) One day day they met a new person
named Andy Smith in the club.
e) Andy Smith is a government worker.
বিভাগঃ গ্রামার নম্বরঃ২০
1) Verb এর Present form বা V-1 দিয়ে কয়টি Tense গঠন করা হয়
এবং Tense গুলোর নাম লিখ
২) Verb এর Past form বা V-২ দিয়ে কয়টি
Tense গঠন করা হয় এবং Tense গুলোর নাম লিখ
3) Dr Younus is going to Swizerland’ বাক্যটিকে Verb পরিবর্তন
করে Past Indefinite Tense বানাও
৪) English Grammar এর পাঁচটি অংশের ইংরেজি নাম, বাংলা অর্থ
ও বিবরন লিখ
বিভাগঃ গণিত নম্বরঃ২০
১। গুণ করঃ
১) ১২৩
৩২১ , ২)
৪৯৮
৫৭৬ , ৩) ৪০৮
২০৩
৪) ৩২৬৭
২৪৫ , ৫) ৮৯৭৬
৯৫৬
২। ভাগ করঃ
১) ৫৭২৪৯
২২৮, ২) ৪৩৯৩২
৫২৩
৩। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করঃ
১) ২
, ২) ৩
, ৩) ৫
, ৪) ৬
, ৫) ২০
৪। মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ
করঃ
১)
, ২)
, ৩)
, ৪)
, ৫)
বিভাগঃ বাংলাদেশ বিশ্বপরিচয় নম্বরঃ
২০
১। প্রশ্নগুলোর উত্তর
দাওঃ
ক) ঐতিহাসিক নিদর্শন
পরিদর্শনের কারণসমূহ লেখ।
খ) পলাশির যুদ্ধের
ফলাফল সম্পর্কে লেখ।
গ) আমরা এখন কীভাবে
আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি?
ঘ) বাংলাদেশকে কৃষিপ্রধান
দেশ বলা হয় কেন?
No comments:
Post a Comment