আলবানী ইন্টারন্যাশনাল
ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ
মাসিক পরীক্ষা – ফেব্রুয়ারী ২০২৫ খ্রিষ্টাব্দ
শ্রেণিঃ তৃতীয়
বিষয়ঃ ৫টি
সময়ঃ 3 ঘন্টা
পূর্ণমানঃ ১০০
ক বিভাগঃ বিজ্ঞান ২০ নম্বর
১। বহুনির্বাচনি প্রশ্ন - ০৫
ক) সব উদ্ভিদের নিচের কোনটি থাকে না ?
১) মূল ২) কান্ড ৩) পাতা ৪) ফুল
খ) উদ্ভিদের কোন অংশ মাটির নিচে থাকে?
১) কান্ড ২) মূল ৩) পাতা ৪)
ফুল
গ) অধিকাংশ উদ্ভিদের পাতা কেমন থাকে?
১) চ্যাপ্টা ও সবুজ ২) চ্যাপ্টা ও লাল ৩) গোলাকার ও সবুজ ৪) চ্যাপ্টা ও হলুদ
ঘ) উদ্ভিদের কোন অংশে বীজ থাকে?
১) মূলে ২) কান্ডে ৩) পাতায় ৪) ফলে
ঙ) উদ্ভিদের কোন অংশটি সাধারণত রঙিন হয়?
১) পাতা ২) ফুল ৩) মূল ৪) ফলে
২। শূন্যস্থান পূরন কর।
০৫
ক) উদ্ভিদ এক ধরনের _____।
খ) মূলের মাধ্যমে গাছ মাটিতে _____ থাকে।
গ) ফুল সাধারণত ______ হয়।
ঘ) বীজ থেকে ______ উৎপন্ন হয়।
ঙ) ফলের ভেতরে _____ থাকে।
৩। সংক্ষিপ্ত প্রশ্ন ।
০৫
ক) উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কী কী?
খ) অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে?
গ) উদ্ভিদ পানি শোষণ করে কী দিয়ে?
ঘ) বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী?
ঙ) গাছের ফুল ছিঁড়লে কী সমস্যা হবে?
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
০৫
ক) উদ্ভিদ কী উদ্ভিদের প্রধান তিনটি অংশের
নাম লিখ।
খ) পাতা কী? পাতা ব্যতীত উদ্ভিদের বেঁচে
থাকা সম্ভব নয় কেন?
খ বিভাগঃ ইসলাম
২০ নম্বর
১। সঠিক উত্তর লিখঃ
০৫
ক) বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন?
১) নবি-রাসূলণ ২) মহান আল্লাহ ৩) ফেরেশতাগণ ৪) কোনো সৃষ্টিকর্তা নেই
খ) ইমান মুজমাল অর্থ কী?
১) বাণী ২) আমল
৩) ইবাদাত ৪) ইমানের সংক্ষিপ্ত
রূপ
গ) হজ আদায় করা কী?
১) ফরজ ২) ওয়াজিব
৩) সুন্নত ৪) মুস্তাহাব
ঘ) কোনটি পবিত্র কুরআনের ভাষা?
১) ফারসি ২) উর্দু
৩) আরবি ৪) ইংরেজি
ঙ) আরবি ভাষার বর্ণ কয়টি?
ক) ২৭টি খ) ২৮ টি
গ) ২৯ টি ঘ) ৩০ টি
২।
শূন্যস্থান পূরণ কর।
০৫
ক) যাকাত প্রধানের মাধ্যমে _____ হক আদায়
হয়।
খ) পবিত্রতা ______ অঙ্গ।
গ) অজুর ফরজ _____ টি।
ঘ) সালাত সর্বপ্রকার _____কাজ থেকে বিরত
রাখে।
ঙ) আমাদের দৈনন্দিন জীবনে সকল কাজে
_____ বিধান অনুসরণ করব।
৩। সংক্ষিপ্ত প্রশ্নঃ
০৫
ক) মুমিনের ৩টি গুণাবলি লেখ।
খ) ৫টি প্রধান ইবাদাতের নাম লেখ।
গ) পবিত্রার ৩টি উপকারিতা লেখ।
ঘ)
পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখ।
ঙ) সিজদাহর তাসবিহ কী?
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
০৫
ক) কিভাবে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি
করতে পারি তা বর্ণনা কর।
খ) দৈনন্দিন জীবনে পবিত্র থাকার উপায়গুলোর
তালিকা তৈরি কর।
গ বিভাগঃ বাংলা ২০
নম্বর
১। শব্দার্থ লিখঃ
০৫
স্কুল, নতুন, বন্ধু, মজা, ক্লাস, অনেক,
ফসল, খামার, নার্স, প্রতিবেশী
২। খালিঘর পুরণ করি।
০৫
ক)আমি ____শ্রেনীতে পড়ি।
খ) আমার অনেক ____ আছে।
গ) বই পড়তে ____লাগে।
ঘ) _____ কেমন আছে।
ঙ) তোমাকে _____ জানাই।
৩। মিল কর। ০৫
|
যেখানে সেখানে থুথু রাস্তায় একপাশ দিয়ে বেঞ্চে বা টেবিলে পেন্সিল কাটার ময়লা ফল ধুয়ে |
লিখব না। ঝুড়িতে ফেলব। ফেলব না। খাব। হাঁটব। |
ঘ বিভাগঃ ইংলিশ
২০ নম্বর
1. Answer the following questions.
০৫
a) What is Zahid’s favourite game?
b) Which game does sakiba like to play?
2. Rewrite the sentences using
capital letters and punctuation marks where necessary. ০৫
Fatiha : good morning whats your name
Sanjoy : good morning. My name’s sanjoy.
Fatiha : How are you?
Sanjoy : I’m good thanks. And you?
Fatiha : I’m also good.
3. Write the meaning of the following
words
05
Farewell, greeting, how, listen,
pairwork
4) Grammar Part
05
1) Verb এর Present form বা V-1 দিয়ে কয়টি Tense গঠন করা হয়
এবং Tense গুলোর নাম লিখ
২) Verb এর Past form বা V-২ দিয়ে কয়টি
Tense গঠন করা হয় এবং Tense গুলোর নাম লিখ
3) Dr Younus is going to Swizerland’ বাক্যটিকে Verb পরিবর্তন
করে Past Indefinite Tense বানাও
ঙ বিভাগঃ গণিত
২০ নম্বর
১ । বহুনির্বাচনি প্রশ্নের উত্তর । ০৫
ক) ৩৩০+১৫৫=কত?
১) ৪৭৫ ২) ৪৮৫ ৩) ৪৯০
৪) ৩৫৫
খ) ৪৪৪+১২৩=কত?
১) ৫৫৭ ২) ৫৪৭ ৩) ৫৬৭
৪) ৬৬৭
গ) ১২০০+৭০০= কত?
১) ১০০ ২) ২০০ ৩) ৫০০
৪) ১৯০০
ঘ) ১১২০ ও ২০০ এর যোগফল কত?
১) ৯২০ ২) ১২২০
গ) ১৩২০ ঘ) ২৩২০
ঙ) ৩০০০+৫০০০০+২০০০= কত?
১) ৫৩০০ ২) ৫৩০০০ ৩) ৫৫০০০
৪) ৫৬০০
২। প্রশ্নের উত্তর দাও ।
১৫
ক) একটি চিড়িয়াখানায় গতকাল ২৭৫৪ জন দর্শনার্থী এসেছিল। আজকে ৩৬৫৬ জন্য দর্শনার্থী এসেছে। দুই দিনে
চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে?
খ) স্তানীয় মান কাকে বলে? তিন অযুত সমান কত ?
গ) একটি পাইকারি দোকানে ৪৪১৬ বস্তা চাল, ৩২৪১ বস্তা গম, ১৫৭৭
বস্তা চিনি আছে । ঐ দোকানে কতগুলো বস্তা আছে ?
No comments:
Post a Comment