Saturday, February 1, 2025

 রোজ এশিয়া স্কুল এন্ড কলেজ

১ম সাময়িক পরীক্ষা-২০২১ খ্রিষ্টাব্দ

শ্রেণিঃ ২য়                      বিষয়ঃবাংলা BN

পূর্ণমানঃ 25+25=50                    সময়ঃ ২ ঘণ্টা ৩০মি.

 

                                        

১. কবিতা লিখ যেকোনো ১ টি ।                                   ১০

(ক)আমাদের দেশ (খ) আমি হব

২। শব্দার্থ  লিখ (যে কোন ৫ টি।                        ১০

বাগান, শেফালী, বেলা, মিষ্টি, আলসে

৩. শব্দ দিয়ে বাক্য তৈরি কর                                                 ১০

(যে কোন ৫ টি)

জেলে, শুক্রবার, কাঁঠাল, ডাকা, জাগা,ভাসা, গরিব,

৪. শূন্যস্থান পূরণ করঃ                                     ১০

(ক) আমি __ দাঁত মাজি।

(খ) কোনো কাজকে ___ করব না।

(গ) নানা প্রতিদিন সকাল বেলা রোদ ___ ।

(ঘ) লোকটা __ পেয়ে কাঁদতে লাগল।

(ঙ) সে__ দিয়ে কাট কাটছিল।

৫. বিপরীত শব্দ লিখ (যে কোন ৫ টি)।                            ১০

সকাল, ভাল, ছোট আপন, গরিব, কেনা, রাত,

৬. যুক্তবর্ণ ভেঙ্গে শব্দ তৈরি কর(যে কোন ৫ টি)।      ১০

ব্দ, চ্ছ, ন্ত, ন্ন, ঙ্গ, মিষ্টি, ঠাণ্ডা

৭. কবিতার চরণ গুলো সাজিয়ে লিখ।                             ১০

আমি হব সকাল বেলার পাখি

উঠব আমি ডাকি।

সুযি মামা জাগার আগে

মা বলবেন রেগে

সবার আগে কুসুম বাগে

হয়নি সকাল ,ঘুমো এখন,

উঠব  আমি জেগে।

৮. নিচের প্রশ্ন গুলোর উত্তর দাওঃ                  ১০

(ক) বাগানে কী কী গাছ লাগানো হয়েছে?

(খ) রাখাল কী করেন?

(গ) সকলের মুখে হাসি কেন?

(ঘ) কে সকাল বেলার পাখি হতে চায়?

(ঙ) মা রাগ করে কী বলবেন?

(চ) কাটুরে কোথায় কাঠ কাটতে গিয়েছিল?

(ছ) জলপরী কাঠুরের উপর খুশি হলো কেন?

(জ) সুন্দর বনের বাঘের নাম কী?

(ঝ) দাদিমা খুশি হয়েছেন কেন?

(ঞ) গরু কোথায় চরে?

    

ব্যাকরণ অংশঃ ২০

৯. নিচের প্রশ্ন গুলোর উত্তর দাওঃ

(ক) ভাষা কাকে বলে?

(খ) মাত্রা কাকে বলে?

(গ) শব্দ কাকে বলে?

(ঘ) বাক্যের কয়টি অংশ ও কী কী?

(ঙ) বাংলা ব্যাকরণের অংশটুকু কী কী ?

১০. যে কোন একটা রচনা লেখঃ

আমার মা অথবা আমাদের বিদ্যালয়।

 

 

 

 

No comments:

Post a Comment

১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়)

 ১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়)  পরীক্ষার তারিখঃ ৩১ মে ২০১৪   প্রশ্ন সংখ্যঃ ১০০ প্রশ্ন ১. শুদ্ধ বানান ‍কোনটি? ক) অপরাহ্ন খ)...