রোজ এশিয়া স্কুল এন্ড কলেজ
বার্ষিক পরীক্ষা - ২০২১ খ্রিষ্টাব্দ
শ্রেণীঃ দ্বিতীয় বিষয়ঃ গণিত
পূর্ণমানঃ 100 সময়ঃ ২ ঘণ্টা 1০ মিনিট সৃজনশীল প্রশ্ন
ক বিভাগঃ বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাওঃ ১০×১=১০
১। নিচের কোনটি জোড় সংখ্যা?
(ক) ৭১ (খ) ৯৫ (গ) ৯৩ (ঘ) ৪২
২। ক্রমানুসারে ১০, ২০, ৩০ এর পরের সংখ্যাটি কত ?
(ক) ৩০(খ) ৬০(গ) ৫০ (ঘ) ৪০
৩। ২৭+ ৩৮= কত ?
(ক) ৫৫ (খ) ৭৫(গ) ৬৫(ঘ) ৪২
৪। ৫৩ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল ২৪ হবে?
(ক) ২৯(খ) ৪২(গ) ৩৮(ঘ)৫০
৫। ৩৫ এর সাথে কত যোগ করলে যোগফল ৪৫ হবে?
(ক) ৫ (খ)১০ (গ) ৩০(ঘ) ৫০
৬। ১৫ ও ১৮ এর বিয়োগফল কত?
(ক)৪(খ) ৫ (গ)৩ (ঘ) ১১
৭। নিচের কোনটি বিজোড় সংখ্যা?
(ক) ৫২(খ) ৬৪ (গ)৮১ (ঘ)২৬
৮। নিচের কোনটি বিজোড় সংখ্যা
(ক) ৭১ (খ) ৯৫ (গ) ৯৩ (ঘ) ৪২
৯। বলের আকৃতি কেমন হ/
(ক) গোলক (খ)চতুর্ভুজ (গ)মোচক (ঘ) বেলন
১০। ত্রিভুজের বাহু কয়টি ?
(ক)৩ টি (খ) ৪ টি (গ)৫ টি (ঘ)৬ টি
খ বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ ১০×১=১০
১। ৭ একক ১ দশক বলতে কী বোঝ ?
২। প্রথম এর পরের ক্রমবাচক সংখ্যা কী?
৩। বিয়োজন কী?
৪। ৫৫ থেকে ২৫ বিয়োগ করলে বিয়োগফল কত হবে ?
৫। একটি পেন্সিলের দাম ৬ টাকা। ২ টি পেন্সিলের দাম কত?
৬।একটি কলার দাম ১০ টাকা। ১ হালি কলার দাম কত ?
৭। ৩৬ কে ৪ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে ?
৮। ১০ টাকার ১০ টি নোট সমান কত?
৯। ১ মিনিট সমান কত সেকেন্ড ?
১০। ২ সপ্তাহ সমান কত দিন ?
গ বিভাগঃ শূন্যস্থান পূরণ করঃ ১০×১=১০
১। ৬, ৯, ১২, ___ ১৮, ২১ ।
২। ৪০-২২= ____ ।
৩। ৯ এর সাথে ____ গুন করলে ১৮ হয় ।
৪। ৫ টা ১০ টাকার নোট =____ টাকা।
৫। শুক্রবারের পরের দিন ____ ।
৬। ৬০ দিন =_____ ঘন্টা ।
৭। ঘনকের বাহুর সংখ্যা ____ ।
৮। কলমের আকৃতি হলো ____ ।
৯। এপ্রিল এর পরের মাস ____ মাস ।
১০। ৫০ থেকে ১৪ এর বিয়োগফল হলো ____ ।
ঘ বিভাগঃ কথায় লিখঃ ২×১=২
(ক) ২০=
(খ) ৩০=
ঙ বিভাগঃ যোগ করঃ ২×১=২
(ক)৪৪+২০=
(খ)২৫+৫=
চ বিভাগঃ বিয়োগ করঃ ২×১=২
(ক) ৬৮-১২=
(খ) ৪৯-১০=
ছ বিভাগঃ গুন করঃ ২×১=২
(ক) ২২×১০=
(খ) ৪৫×৫=
জ বিভাগঃ ভাগ করঃ ২×১=২
(ক) ৯)৩৬(
(খ) ৫)৫০(
ঝ বিভাগঃ নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ ১০×৬=৬০
১। সৃষ্টিদের বাগানে ২৬ টি গোলাপ গাছ ও ৩৫ টি বেলি গাছ আছে। বাগানে মোট কতগুলো গাছ আছে?
২। রাজু বাজার থেকে টাকার মাছ ও ৩৮ টাকার সবজি কিনলো। সে মোট কত টাকা খরচ করল?
৩। সোহাগ ৮৫ টাকা নিয়ে বাজারে গেল। সে ৫৩ টাকা খরচ করল। তার কাছে কত টাকা থাকল।
৪। একটি বাগানে ৪৫ টি আম গাছ আছে। গাছগুলোর মধ্যে ২৯ টিতে আম ধরছে। কতি গাছে এখনো আম ধরেনি?
৫ । ১৪+____ =৩৭
৬ ।____ + ২৩ =৩২
৭ । ৬ টি থালার প্রতিটিতে ৫ টি করে লিচু আছে। একত্রে কতগুলো লিচু আছে?
৮ । রাজুর বাবা এক সপ্তাহে ৬ দিন কাজ করেন। তিনি ৭ সপ্তাহে কতদিন কাজ করেন?
৯ । ৮ টি আম দুইজনকে সমানভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে আম পাবে?
১০ । ২৭ টাকা তিনজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কত টাকা করে পাবে?
No comments:
Post a Comment