Saturday, May 31, 2025

১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়)

 ১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়) 

পরীক্ষার তারিখঃ ৩১ মে ২০১৪  

প্রশ্ন সংখ্যঃ ১০০

প্রশ্ন ১. শুদ্ধ বানান ‍কোনটি?

ক) অপরাহ্ন

খ) অপরাহ্ণ

গ) অপরাণ্য

ঘ) অপরান্য


সঠিক উত্তর: খ) অপরাহ্ণ


ব্যাখ্যা: শুদ্ধ বানান ‍= অপরাহ্ণ


অপরাহ্ণ (বিশেষ্য)

– সংস্কৃত শব্দ

– প্রকৃতি প্রত্যয় = অপর + অহ্ণ

অর্থ: মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কাল, বিকেল।


উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।


প্রশ্ন ২. ’উগ্র’ এর বিপরীত শব্দ-

ক) অনুগ্র

খ) সৌম্য

গ) ধীর

ঘ) স্থির


সঠিক উত্তর: খ) সৌম্য


ব্যাখ্যা: ’উগ্র’ এর বিপরীত শব্দ- মৃদু / সৌম্য


গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:

‘অনুরক্ত’ এর বিপরীত শব্দ – বিরক্ত

‘উদ্ধত’ এর বিপরীত শব্দ-বিনীত

‘সৌম্য’ শব্দের বিপরীত শব্দ -‘উগ্র’

‘অনুমেয়’ এর বিপরীত শব্দ – অননুমেয়

‘নিয়ত’ এর বিপরীত শব্দ –  বিরত

‘প্রবিষ্ট’ এর বিপরীত শব্দ – প্রস্থিত

‘দরদি’ এর বিপরীত শব্দ-নির্দয়

‘ঔদ্ধত্য’ এর বিপরীত শব্দ-বিনয়


উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ


প্রশ্ন ৩. বাংলা উপসর্গ সংখ্যা কত?

ক) বিশটি

খ) একুশটি

গ) বাইশটি

ঘ) তেইশটি


সঠিক উত্তর: খ) একুশটি


ব্যাখ্যা: • উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ।


• বাংলা উপসর্গ ২১ টি। যথাঃ অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

• তৎসম উপসর্গ ২০ টি। যথাঃ প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।


বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।

বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা আর সেই শব্দটি তৎসম হলে উপসর্গটিও তৎসম হয়।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।


প্রশ্ন ৪. কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?

ক) ঢাকা + ই

খ) মিশ্ + উক

গ) চোর + আ

ঘ) সোনা + আলি


সঠিক উত্তর: খ) মিশ্ + উক


ব্যাখ্যা: মিশ্ + উক = মিশুক।

এটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ


শব্দ বা ধাতুর পরে  অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে প্রত্যয় বলে।

– যেমন, বাঘ + আ = বাঘা, কৃ + তব্য = কর্তব্য।

– শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কে তদ্ধিতান্ত শব্দ বলে।  যেমন, বাঘ + আ = বাঘা, – এখানে ‘আ’ প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে। এবং বাঘা হলো তদ্ধিতান্ত শব্দ ।

– অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে  কৃৎ প্রত্যয়।  কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কে কৃদান্ত শব্দ বলে।


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।


প্রশ্ন ৫. ‘ঋজু’ শব্দের বিপরীত –

ক) সোজা

খ) বাঁকা

গ) কঠিন

ঘ) তরল


সঠিক উত্তর: খ) বাঁকা


ব্যাখ্যা:  ‘ঋজু’ শব্দের বিপরীত শব্দ – বক্র/বাঁকা


গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:

‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ- পারত্রিক

‘ইহ’ শব্দের বিপরীত শব্দ – পরত্র

‘ঔদার্য’ শব্দের বিপরীত শব্দ  – কার্পণ্য


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর


প্রশ্ন ৬. ’দ্যুলোক’ শব্দের অর্থ –

ক) আকাশ

খ) বাতাস

গ) পৃথিবী

ঘ) পাতাল


সঠিক উত্তর: ক) আকাশ


প্রশ্ন ৭. কারক নির্ণয় করুন _____ লোভে পাপ পাপে মৃত্যু।

ক) কর্মকারক

খ) সম্প্রদান কারক

গ) অপাদান কারক

ঘ) অধিকরণ কারক


সঠিক উত্তর: গ) অপাদান কারক


প্রশ্ন ৮. সমাস নির্ণয় করুন – বেআইনি।

ক) অব্যয়ীভাব

খ) নঞ তৎপুরুষ

গ) উপপদ তৎপুরুষ

ঘ) নিত্য সমাস


সঠিক উত্তর: খ) নঞ তৎপুরুষ


প্রশ্ন ৯. কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?

ক) দাঁড়ি

খ) কমা

গ) কোলন

ঘ) ড্যাস


সঠিক উত্তর: ক) দাঁড়ি


প্রশ্ন ১০. ’গাড়ি স্টেশন ছাড়লো’ ____ কোন কারক?

ক) অধিকরণ কারক

খ) করণ কারক

গ) অপাদান কারক

ঘ) কর্ম কারক


সঠিক উত্তর: গ) অপাদান কারক


প্রশ্ন ১১. ’একাদশে বৃহস্পতি’ অর্থ-

ক) সুসময়

খ) দুঃসময়

গ) অলীক বস্তু

ঘ) শেষ রক্ষা


সঠিক উত্তর: ক) সুসময়


প্রশ্ন ১২. ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে?

ক) চার

খ) পাঁচ

গ) ছয়

ঘ) সাত


সঠিক উত্তর: গ) ছয়


প্রশ্ন ১৩. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?

ক) ধূমকেতু

খ) সবুজপত্র

গ) ভারতী

ঘ) সওগাত


সঠিক উত্তর: ক) ধূমকেতু


প্রশ্ন ১৪. বাংলা গদ্যের জনক কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ) বিহারীলাল চক্রবর্তী


সঠিক উত্তর: গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


প্রশ্ন ১৫. ’ঘরের শত্রু বিভীষণ’ বাগধারাটির অর্থ-

ক) বন্ধুভাবাপন্ন

খ) শত্রু

গ) রাবণের ভাই

ঘ) যে গৃহবিবাদ করে


সঠিক উত্তর: ঘ) যে গৃহবিবাদ করে


প্রশ্ন ১৬. ‘টীকা ভাষ্য’ অর্থ-

ক) ব্যাখ্যা বিশ্লেষণ

খ) সারকথা

গ) উৎস খোঁজা

ঘ) নির্ঘন্ট


সঠিক উত্তর: ক) ব্যাখ্যা বিশ্লেষণ


প্রশ্ন ১৭. কন্ঠ থেকে উচ্চারিত ধ্বনি-

ক) ক

খ) ঙ

গ) হ

ঘ) ঝ


সঠিক উত্তর: ক) ক


প্রশ্ন ১৮. ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল-

ক) বাংলা

খ) সংস্কৃত

গ) আরবি

ঘ) ফারসি


সঠিক উত্তর: ঘ) ফারসি


প্রশ্ন ১৯. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব-

ক) সংস্কৃত থেকে

খ) গৌড়ীয় প্রাকৃত থেকে

গ) মাগধী প্রাকৃত থেকে

ঘ) মৈথিলী থেকে


সঠিক উত্তর: খ) গৌড়ীয় প্রাকৃত থেকে


প্রশ্ন ২০. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?

ক) গাম্ভীর্য

খ) প্রমিত উচ্চারণ

গ) তৎসম শব্দের বহুল ব্যবহার

ঘ) ব্যাকরণ অনুসরণ করে চলে


সঠিক উত্তর: খ) প্রমিত উচ্চারণ


প্রশ্ন ২১. ’হাতি’ শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) কুরঙ্গ

খ) ভুজঙ্গ

গ) করী

ঘ) কেশরী


সঠিক উত্তর: গ) করী


প্রশ্ন ২২. কোন শব্দ যুগল সমার্থক নয়?

ক) অটবি, বিটপী

খ) হেম, সুবর্ণ

গ) তটিনী, ঝরনা

ঘ) ধরা, মেদিনী


সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”


প্রশ্ন ২৩. শুদ্ধ শব্দ কোনটি?

ক) ব্যাকরণবিদ

খ) বৈয়াকরণ

গ) ব্যাকরণিক

ঘ) বৈয়াকরণিক


সঠিক উত্তর: খ) বৈয়াকরণ


প্রশ্ন ২৪. ’ইউনেস্কো’ কত সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?

ক) ১৯৯৮

খ) ১৯৯৯

গ) ২০০০

ঘ) ২০০৫


সঠিক উত্তর: খ) ১৯৯৯


প্রশ্ন ২৫. কোনটি ‘সূর্য’ – এর সমার্থক শব্দ নয়?

ক) তপন

খ) প্রভাকর

গ) অর্ক

ঘ) অর্ণব


সঠিক উত্তর: ঘ) অর্ণব


প্রশ্ন ২৬. Complete the sentence : When my friend arrived, I was about to –

ক) be leaveing

খ) leave

গ) left

ঘ) go


সঠিক উত্তর: খ) leave


প্রশ্ন ২৭. Choose the correct sentence :

ক) One of the most beautiful girls has come.

খ) One of the most beautiful girl has come.

গ) One of the most beautiful girls have come.

ঘ) One of the beautiful girl are come.


সঠিক উত্তর: ক) One of the most beautiful girls has come.


প্রশ্ন ২৮. Find out the correct synonym of ‘hazard’.

ক) Impartial

খ) Static

গ) Immobile

ঘ) Danger


সঠিক উত্তর: ঘ) Danger


প্রশ্ন ২৯. Choose the correct sentence :

ক) I have been lived here since five years

খ) I am living here for five years

গ) I have been living here for five years

ঘ) I live here for five years


সঠিক উত্তর: গ) I have been living here for five years


প্রশ্ন ৩০. Every day _____ begins at 9 O’clock and ends at 3 O’ clock

ক) college

খ) a college

গ) the college

ঘ) colleges


সঠিক উত্তর: গ) the college


প্রশ্ন ৩১. Which one is the correct passive form of the sentence ‘Panic seized me’?

ক) I was seized by panic

খ) I was seized for panic

গ) I was seized from Panic

ঘ) I was seized with panic


সঠিক উত্তর: ঘ) I was seized with panic


প্রশ্ন ৩২. I don’t hanker ____ wealth.

ক) for

খ) on

গ) over

ঘ) after


সঠিক উত্তর: ঘ) after


প্রশ্ন ৩৩. Select the correct Bangla translation of ‘It is a long story’.

ক) সে অনেক দিনের কথা

খ) সে অনেক কথা

গ) সে লম্বা গল্প করেছিল

ঘ) সে অনেক বড় কথা বলেছিল


সঠিক উত্তর: খ) সে অনেক কথা


প্রশ্ন ৩৪. She could not but ____ there.

ক) help going

খ) goes

গ) has gone

ঘ) go


সঠিক উত্তর: ঘ) go


প্রশ্ন ৩৫. Noun of the word ‘free’ is –

ক) freeness

খ) freely

গ) freedom

ঘ) freedomness


সঠিক উত্তর: গ) freedom


প্রশ্ন ৩৬. ‘Take one to tasks’ means –

ক) imitate

খ) rebuke

গ) resume

ঘ) restrain


সঠিক উত্তর: খ) rebuke


প্রশ্ন ৩৭. The dog was ____ in front of the door.

ক) lain

খ) lying

গ) lied

ঘ) laid


সঠিক উত্তর: খ) lying


প্রশ্ন ৩৮. Which one is the correct English translation of ’এখন আমার হাত খালি’?

ক) I am empty hand now

খ) I am empty pocket

গ) I am hard up now

ঘ) I am without money now


সঠিক উত্তর: গ) I am hard up now


প্রশ্ন ৩৯. The verb of ‘sure’ is –

ক) surely

খ) surety

গ) ensure

ঘ) none of these


সঠিক উত্তর: গ) ensure


প্রশ্ন ৪০. Rahim went to ____ hospital as patient

ক) the

খ) a

গ) an

ঘ) no article


সঠিক উত্তর: ঘ) no article


প্রশ্ন ৪১. ‘Writing is better than reading’ – Negative form of this sentence is –

ক) Writing is not as good as reading

খ) Reading is not as good as writing

গ) Nothing is as good as writing

ঘ) No other thing is as good as reading


সঠিক উত্তর: খ) Reading is not as good as writing


প্রশ্ন ৪২. It is high time we ____ our eating habits.

ক) changed

খ) should change

গ) have changing

ঘ) change


সঠিক উত্তর: ক) changed


প্রশ্ন ৪৩. Select the correct Bangla translation of ‘There is no room in the bench’.

ক) এ রুমে কোনো বেঞ্চ নেই

খ) এ বেঞ্চে কোনো কক্ষ নেই

গ) এ বেঞ্চে কোনো জায়গা নেই

ঘ) কোথাও কোনো বেঞ্চ নেই


সঠিক উত্তর: গ) এ বেঞ্চে কোনো জায়গা নেই


প্রশ্ন ৪৪. ’শব্দটি কেটে দাও’ এর শুদ্ধ ইংরেজি-

ক) Pen through the word

খ) Cut the word

গ) Cut through the word

ঘ) Cut out the word


সঠিক উত্তর: ক) Pen through the word


প্রশ্ন ৪৫. What is the adjective of ‘purify’?

ক) Purity

খ) Pureful

গ) Pure

ঘ) Purifying


সঠিক উত্তর: গ) Pure


প্রশ্ন ৪৬. We eat ____ we may live.

ক) for

খ) because

গ) so that

ঘ) lest


সঠিক উত্তর: গ) so that


প্রশ্ন ৪৭. Which one is the correct passive form of the sentence ‘I know you’?

ক) Your are known by me

খ) You are known to me

গ) Your are unknown by me

ঘ) You are known with me


সঠিক উত্তর: খ) You are known to me


প্রশ্ন ৪৮. Which one is a compound noun?

ক) Comprehension

খ) Holiday

গ) Entertainment

ঘ) Hair-brush


সঠিক উত্তর: ঘ) Hair-brush


প্রশ্ন ৪৯. Syntax is concerned with-

ক) word

খ) letter

গ) passage

ঘ) sentence


সঠিক উত্তর: ঘ) sentence


প্রশ্ন ৫০. Rana’s father wants him to be an engineer ____ a doctor.

ক) instead

খ) instead of

গ) expecting

ঘ) expect to


সঠিক উত্তর: খ) instead of


প্রশ্ন ৫১. ধানে চাল ও তুষের অনুপাত 7 : 3 হলে এতে কী পরিমাণ চাল আছে?

ক) 50%

খ) 60%

গ) 70%

ঘ) 80%


সঠিক উত্তর: গ) 70%


প্রশ্ন ৫২. সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যেকোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

ক) ১২.৫০ টাকা

খ) ২৫ টাকা

গ) ২০ টাকা

ঘ) ১৫ টাকা


সঠিক উত্তর: খ) ২৫ টাকা


প্রশ্ন ৫৩. তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত?

ক) ৩০ বছর

খ) ২৫ বছর

গ) ২৮ বছর

ঘ) ৩২ বছর


সঠিক উত্তর: ক) ৩০ বছর


প্রশ্ন ৫৪. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৯ দ্বারা ভাগ করলে ভাগশেষ ২ হবে?

ক) ৪৩

খ) ৪৫

গ) ৪১

ঘ) ৪৭


সঠিক উত্তর: ঘ) ৪৭


প্রশ্ন ৫৫. ৩ দিন একটি কাজের ১/১৮ অংশ হলে, ঐ কাজের ৪ গুণ কাজ করতে কতদিন লাগবে?

ক) ২১৬ দিন

খ) ৫৪ দিন

গ) ২৪ দিন

ঘ) ২৪৩ দিন


সঠিক উত্তর: ক) ২১৬ দিন


প্রশ্ন ৫৬. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুণ। দশক স্থানীয় অঙ্ক 3 হলে বিনিময়কৃত সংখ্যাটি কত?

ক) 39

খ) 93

গ) 31

ঘ) 13


সঠিক উত্তর: খ) 93


প্রশ্ন ৫৭. ৮০ জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাসের হার কত?

ক) ৪৫%

খ) ৩০%

গ) ৫৫%

ঘ) ৪০%


সঠিক উত্তর: ক) ৪৫%


প্রশ্ন ৫৮. চিনির মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

ক) ৫% কমলো

খ) ৫% বাড়লো

গ) ৪% কমলো

ঘ) ৪% বাড়লো


সঠিক উত্তর: গ) ৪% কমলো


প্রশ্ন ৫৯. দুইটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের ল. সা. গু 120 হলে দুইটির গ. সা. গু কত?

ক) 4

খ) 5

গ) 6

ঘ) 8


সঠিক উত্তর: ক) 4


প্রশ্ন ৬০. এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১৫০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?

ক) ২৩০০ টাকা

খ) ৩০০০ টাকা

গ) ৪৫০০ টাকা

ঘ) ২০০০ টাকা


সঠিক উত্তর: গ) ৪৫০০ টাকা


প্রশ্ন ৬১. x + y = 7 এবং xy = 10 হলে, (x – y)2 এর মান কত?

ক) 6

খ) 3

গ) 9

ঘ) 12


সঠিক উত্তর: গ) 9


প্রশ্ন ৬২. 16 – 4x2  এবং 6x2 + 24x + 24 এর গ. সা. গু. কত?

ক) x + 2

খ) x + 4

গ) (x + 2)2

ঘ) 2(x + 2)


সঠিক উত্তর: ঘ) 2(x + 2)


প্রশ্ন ৬৩. x/y = 2/3 হলে (6x + y)/(3x + 2y) = কত?

ক) 5

খ) 6

গ) 5/4

ঘ) 3/4


সঠিক উত্তর: গ) 5/4


প্রশ্ন ৬৪. = কত?

ক) a

খ) a1/3

গ) 1

ঘ) a3


সঠিক উত্তর: খ) a1/3


প্রশ্ন ৬৫. 3.27x = 9x + 4 হলে, x এর মান কত?

ক) 9

খ) 3

গ) 7

ঘ) 1


সঠিক উত্তর: গ) 7


প্রশ্ন ৬৬. x2 – y2 + 2y – 1 এর একটি উৎপাদক –

ক) x + y + 1

খ) x + y – 1

গ) x – y

ঘ) x – y – 1


সঠিক উত্তর: খ) x + y – 1


প্রশ্ন ৬৭. log2 (1/32) এর মান কত?

ক) – 5

খ) 1/25

গ) 1/5

ঘ) – 1/5


সঠিক উত্তর: ক) – 5


প্রশ্ন ৬৮. দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60°। এক সরলকোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কী কোণ উৎপন্ন হবে?

ক) সমকোণ

খ) সূক্ষ্মকোণ

গ) স্থুলকোণ

ঘ) প্রবৃদ্ধ কোণ


সঠিক উত্তর: গ) স্থুলকোণ


প্রশ্ন ৬৯. সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক?

ক) (√3/2)a2

খ) (√3/4)a2

গ) (√3/4)a

ঘ) (√7/4)a2


সঠিক উত্তর: খ) (√3/4)a2


প্রশ্ন ৭০. নিচের কোনটি উপবৃত্তের সমীকরণ?

ক) (x2/32) + (y2/42) = 1

খ) (x2/32) + (y2/32) = 1

গ) y2 = 4ax

ঘ) (x2/a2) – (y2/b2) = 1


সঠিক উত্তর: ক) (x2/32) + (y2/42) = 1


প্রশ্ন ৭১. cosec (90° – θ) = 2 হলে, cosθ = কত?

ক) 2

খ) √3/2

গ) 1/2

ঘ) 1/√2


সঠিক উত্তর: গ) 1/2


প্রশ্ন ৭২. কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?

ক) ৬ : ৫ : ৪

খ) ৩ : ৪ : ৫

গ) ১২ : ৮ : ৪

ঘ) ৬ : ৪ : ৩


সঠিক উত্তর: খ) ৩ : ৪ : ৫


প্রশ্ন ৭৩. একটি তালগাছ এর পাদবিন্দু হতে ১০ মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ ৬০° হলে, গাছটির উচ্চতা কত?

ক) ১৭.৩২ ‍মি.

খ) ১৭.৭২ মি.

গ) ১৬.৬৫ মি.

ঘ) ১৭.৭৫ মি.


সঠিক উত্তর: ক) ১৭.৩২ ‍মি.


প্রশ্ন ৭৪. একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সে. মি. এবং 6 সে. মি. হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?

ক) 12 বর্গ সে. মি.

খ) 6 বর্গ সে. মি.

গ) 28 বর্গ সে. মি.

ঘ) 24 বর্গ সে. মি.


সঠিক উত্তর: ক) 12 বর্গ সে. মি.


প্রশ্ন ৭৫. সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি?

ক) 75°

খ) 60°

গ) 90°

ঘ) 180°


সঠিক উত্তর: খ) 60°


প্রশ্ন ৭৬. মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কবে?

ক) ১০ এপ্রিল, ১৯৭১

খ) ১১ এপ্রিল, ১৯৭১

গ) ১২ এপ্রিল, ১৯৭১

ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১


সঠিক উত্তর: ক) ১০ এপ্রিল, ১৯৭১


প্রশ্ন ৭৭. ২০১৪ সালের স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সংগীত গেয়েছিল?

ক) ২ লক্ষ ৫৪ হাজার ৬৮১ জন

খ) ২ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন

গ) ২ লক্ষ ৫৪ হাজার ৮৬১ জন

ঘ) ২ লক্ষ ৫৩ হাজার ৬৮০ জন


সঠিক উত্তর: ক) ২ লক্ষ ৫৪ হাজার ৬৮১ জন


প্রশ্ন ৭৮. ‘ভাটিয়ালী‘ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

ক) কুমিল্লা

খ) বগুড়া

গ) ময়মনসিংহ

ঘ) ফরিদপুর


সঠিক উত্তর: গ) ময়মনসিংহ


প্রশ্ন ৭৯. কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেনুপোনা সংগ্রহ করা হয়?

ক) তিস্তা

খ) করতোয়া

গ) তিতাস

ঘ) হালদা


সঠিক উত্তর: ঘ) হালদা


প্রশ্ন ৮০. বাংলাদেশের প্রথম ‘সার্চ ইঞ্জিন‘-

ক) পিপীলিকা

খ) ফড়িং

গ) মৌমাছি

ঘ) দোয়েল


সঠিক উত্তর: ক) পিপীলিকা


প্রশ্ন ৮১. জাতীয় শিশু দিবস কবে পালিত হয়?

ক) ১৭ মার্চ

খ) ২৭ মার্চ

গ) ১৭ অক্টোবর

ঘ) ২৭ অক্টোবর


সঠিক উত্তর: ক) ১৭ মার্চ


প্রশ্ন ৮২. বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে-

ক) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

খ) চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে

গ) খুলনা বিশ্ববিদ্যালয়ে

ঘ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে


সঠিক উত্তর: ক) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে


প্রশ্ন ৮৩. কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল?

ক) আকবর

খ) শাহজাহান

গ) জাহাঙ্গীর

ঘ) আওরঙ্গজেব


সঠিক উত্তর: ঘ) আওরঙ্গজেব


প্রশ্ন ৮৪. ‘অরুণ আলো‘ ও ‘রাঙা প্রভাত‘ কী?

ক) বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ

খ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ

গ) নতুন দুটি পিকনিক স্পট

ঘ) দুটি যাত্রীবাহী জাহাজ


সঠিক উত্তর: খ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ


প্রশ্ন ৮৫. FAO – এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) জেনেভা

খ) রোম

গ) প্যারিস

ঘ) নিউইয়র্ক


সঠিক উত্তর: খ) রোম


প্রশ্ন ৮৬. জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি?

ক) বিশ্বস্বাস্থ্য সংস্থা

খ) আন্তর্জাতিক রেডক্রস

গ) বিশ্ব খাদ্য সংস্থা

ঘ) আন্তর্জাতিক আদালত


সঠিক উত্তর: খ) আন্তর্জাতিক রেডক্রস


প্রশ্ন ৮৭. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিইট কোথায় অবস্থিত?

ক) ঢাকা

খ) বেইজিং

গ) নিউইয়র্ক

ঘ) প্যারিস


সঠিক উত্তর: ক) ঢাকা


প্রশ্ন ৮৮. বিশ্ব পানি দিবস-

ক) ২২ এপ্রিল

খ) ২১ মে

গ) ২২ জুন

ঘ) ২২ মার্চ


সঠিক উত্তর: ঘ) ২২ মার্চ


প্রশ্ন ৮৯. ২০১৪ সালের ১ জানুয়ারি কোন দেশ ১৮ তম দেশ হিসেবে ‘ইউরো‘ মুদ্রা চালু করে?

ক) গ্রিস

খ) মাল্টা

গ) লাটভিয়া

ঘ) রুমানিয়া


সঠিক উত্তর: গ) লাটভিয়া


প্রশ্ন ৯০. বিশ্বকাপ ফুটবল ২০১৪‘র জন্য নির্মিত বলের নাম কী?

ক) জাবুলানি

খ) ব্রাজুকা

গ) ব্রাজিলা

ঘ) ব্রাজিলিয়া


সঠিক উত্তর: খ) ব্রাজুকা


প্রশ্ন ৯১. বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কী?

ক) দাইউ

খ) ফিনিক্স

গ) ফোর্ড

ঘ) বোয়িং


সঠিক উত্তর: ঘ) বোয়িং


প্রশ্ন ৯২. মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির ওপর-

ক) থায়ামিন

খ) টায়ালিন

গ) মেলানিন

ঘ) নিয়াসিন


সঠিক উত্তর: গ) মেলানিন


প্রশ্ন ৯৩. নিচের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়?

ক) সিপিইউ

খ) কী-বোর্ড

গ) প্রিন্টার

ঘ) মনিটর


সঠিক উত্তর: খ) কী-বোর্ড


প্রশ্ন ৯৪. বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর ‘জিনগত নকশা‘ উন্মোচন করেছেন?

ক) গরু

খ) ভেড়া

গ) ছাগল

ঘ) মহিষ


সঠিক উত্তর: ঘ) মহিষ


প্রশ্ন ৯৫. পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন রেখা?

ক) সমাক্ষ রেখা

খ) নিরক্ষরেখা

গ) মেরু রেখা

ঘ) দ্রাঘিমা রেখা


সঠিক উত্তর: খ) নিরক্ষরেখা


প্রশ্ন ৯৬. মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় –

ক) সেরিকালচার

খ) টিস্যুকালচার

গ) এপিকালচার

ঘ) পিসিকালচার


সঠিক উত্তর: গ) এপিকালচার


প্রশ্ন ৯৭. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?

ক) ভিটামিন ‘এ‘

খ) ভিটামিন ‘বি‘

গ) ভিটামিন ‘সি‘

ঘ) ভিটামিন ‘ডি‘


সঠিক উত্তর: গ) ভিটামিন ‘সি‘


প্রশ্ন ৯৮. ডেঙ্গু জ্বরের বাহক –

ক) কিউলেক্স মশা

খ) এনোফিলিস মশা

গ) এডিস মশা

ঘ) পুরুষ মশা


সঠিক উত্তর: গ) এডিস মশা


প্রশ্ন ৯৯. কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে?

ক) ইউনিসেফ

খ) ইউএনডিপি

গ) ইউনেস্কো

ঘ) আইএমএফ


সঠিক উত্তর: গ) ইউনেস্কো


প্রশ্ন ১০০. ২০১৩ সালে UNESCO’র ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে?

ক) মসলিন

খ) জামদানি

গ) নকশী কাঁথা

ঘ) রিকশা নকশা


সঠিক উত্তর: খ) জামদানি

 #এন্টিআরসিএ #বিসিএস #নিবন্ধন #ব্যাংক #প্রাইমারী #ফুড #হেলথ #রেলওয়ে #NTRCA #BCS #NIBONDHON #BANK #PRIMARY #FOOD #HEALTH #RAILWAY #এন্টিআরসিএ #বিসিএস #নিবন্ধন #ব্যাংক #প্রাইমারী #ফুড #হেলথ #রেলওয়ে #NTRCA #BCS #NIBONDHON #BANK #PRIMARY #FOOD #HEALTH #RAILWAY

Thursday, May 29, 2025

Tense English Grammar Written Question Pattern C1 to C10 E01

Albani International Islamic School & College

 

Tense English Grammar Written Question Pattern C1 to C10 E01

 

Class: One to Ten                                                                Subject: English G Wr

Time : 2:30 Hours                                                                Marks: 50

 

 

 

1)    Transform English to English as per direction of bracket.           1X10=10

a)   I am eating a mango. (Present Indefinite Tense)

b)   They were eating rice. ( Future Continuous Tense)

2)   Transform from Bangla to Bangla.                                          1X10=10

a)   আমি ঢাকায় যাচ্ছি ( ঘটমান বর্তমান কাল)

b)   তুমি বইটি পড়েছ। ( সাধারণ বর্তমান কাল)

3)   Translate from English to Bangla.                                           1X10=10

a)   They were doping the sum.

b)   We are sleeping in the deep night.

4)   Translate from Bangla to English.                                           1X10=10

a)    তারা বাড়িতে হাঁটছে।

b)   সে কথা বলবে

5)   Fill in the gaps using proper auxiliary verbs as per bracket.           1X10=10

a)   Hasan ______ eating a bread. (Present Continuous Tense)

b)   They ______ eating a bread. (Past Continuous Tense)

c)    Jannat ______ going to Dhaka. (Future Continuous Tense)

d)   Nowshin ______ walking in the garden. ( Present Continuous Tense)

e)    My father ______ writing a letter. ( Past Continuous Tense)

f)     Mamun & Jamal ______ digging a canal. (Future Continuous Tense)

g)   I ______ drawing a picture. (Present Continuous Tense )

6)   Incorrect the sentences changing only the auxiliary verbs.               1X10=10

a)   Yesterday I go to Dhaka.

b)   Recently I am going to Dhaka.

7)    0

Project: Continuous 

Blog Purpose

 Question Pattern

Question Stock

Mark Distribution

Wednesday, May 21, 2025

Class One English Basic Question Pattern

 Rose Asia School & College

 

Class: One                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 Subject: English B

Time: 2 Hours                                                                                                                                  Fullmark: 50

 

Topic: Question Pattern

Range: One to Two

 

 

1)    Write the correct answer on the paper

a)    ‘oo’ is present in which word

i)                morning  ii) evening iii) good iv) rose

b)    oo’ is not present in which word

i)                 

c)    0

d)    0

e)    0

 

2)    Write true if the answer is true & write false if the answer is false

a)    in the word good’ we see 4 letters.

b)     in the word say, we see 2 vowels

 

3)    Make a meaningful word with the following letters.

a) Bro..... = Bro

b) Gho....t = Ghost

c) Lau.... = Laugh

 

4)    Make meaningful sentence with the following words.

a) Good = Hasan is good.

b) Morning = Morning is the best time for exercise.

 

5)    Fill in the gaps with letters

a) Morn_ng = morning

b) Boo_ = Book

6)    Rearrange the letters to make a meaningful word

a) ookb = book

b) ingromn = morning

 

7)    Translate into Bangla (Same Topic)

a) They are farmers. = তারা হয় কৃষক।

b) We are fine. = আমরা ভাল আছি ।

 

8)    Write a letter/Email/Message to your father in Dubai.

 

9)    Write an application to your principal about advanced leave.

 

10)                    Write a paragraph on “Pen”. (Line Basis)

a)   কলম একটি শিক্ষা সংক্রান্ত উপকরণ= Pen is an educational element.

b)   কলম দিয়ে আমরা লিখি = We write with pen.

 

Monday, May 19, 2025

প্লে শ্রেণির মাসিক পরীক্ষার প্রশ্ন

আলবানী ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল এন্ড কলেজ

মাসিক পরীক্ষা – ফেব্রুয়ারী ২০২৫ খ্রিষ্টাব্দ

শ্রেণিঃ প্লে                                                                                                             সময়ঃ ২:3০মি    

বিষয়ঃ ০৫টি                                                                                                          পূর্ণমানঃ ১০০

 

নামঃ¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨ আইডি নং¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨ রোলঃ¨¨¨¨¨¨¨¨¨¨

 

ক বিভাগঃ বাংলা (এন)                                                                                         ২০ নম্বর

১। স্বরবর্ণ লিখিঃ অ থেকে ঔ পর্যন্ত                                                                                              ১০

 

 

 

 

 

 

 

 

 

 

 

#

 

২। খালিঘর পূরণ করিঃ                                                                                                           ০৫

 

 

 

 

 

#

 

৩। ফাঁকা ঘরে আগের বর্ণ লিখি                                                                                                  ০৫

 

 

 

 

 

 

 

 

 

 

 

খ বিভাগঃ ইংরেজি (এন)-                                                                                      ২০ নম্বর

 

1. Write capital letters from A to J                                                                                05

 

 

 

 

 

 

 

 

 

 

 

2. Write small letters from a to j                                                                                   05

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3. Rearrange the jumbled letters                                                                                   05

E, C, F, D, A, H, G, J, B, I

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

4. Fill in the blanks                                                                                                       05

A

 

C

 

E

 

G

 

I

 

 

 

গ বিভাগঃ গণিত                                                                                               ২০ নম্বর

১। ১ থেকে ১০ পর্যন্ত অঙ্কে লিখি                                                                                                                      ০৫

 

 

 

 

 

 

 

 

 

 

 

২। ১ থেকে ৫ পর্যন্ত কথায় লিখি                                                                                                                        ০৫

১=

২=

৩=

৪=

৫=

 

৩। খালিঘর পূরণ করি                                                                                                                                      ০৫

 

 

 

 

 

 

৪। আগের সংখ্যাটি লিখিঃ                                                                                                                                 ০৫

 

 

 

 

 

 

 

 

 

১০

 

ঘ বিভাগঃ আরবি-                                                                                                                               ২০ নম্বর

১। ر ­ ا পর্যন্ত লিখি                                                                                                                                      ০৫

 

 

 

 

 

 

 

 

 

 

 

২। খালি ঘর পূরণ করি                                                                                                                                     ০৫

خ

 

ج

 

ت

 

ا

 

৩। এলোমেলো হরফগুলো খালি বক্সে সাজ্যে লিখি                                                                                                ০৫

ت

ا

ث

ب

ج

 

 

 

 

 

 

৪। আগের হরফটি লিখি                                                                                                                                    ০৫

ر

 

 

د

 

 

ح

 

 

ث

 

 

ب

 

 

ঙ বিভাগঃ কম্পিউটার- প্রাকটিক্যাল                                                                             ২০ নম্বর

১। পেইন্ট টুল ব্যবহার করে জাতীয় পতাকা আঁকি

২। মাউসের স্ক্রল বাটন সনাক্ত করি

৩। কী বোর্ডের স্পেসবার সনাক্ত করি

৪। মাইক্রোসফট ওয়ার্ডে নিজের নাম লিখি

১=

২=

৩=

৪=

মোট=

 

নোটঃ ভবিষ্যতের জন্য প্রশ্নটি ফাইলে সংরক্ষণ করি

১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়)

 ১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়)  পরীক্ষার তারিখঃ ৩১ মে ২০১৪   প্রশ্ন সংখ্যঃ ১০০ প্রশ্ন ১. শুদ্ধ বানান ‍কোনটি? ক) অপরাহ্ন খ)...